এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ৩০ মার্চ—এমনটাই পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। এ উপলক্ষে ঈদের জামাতের সময় নির্ধারণ করে নির্দেশনা দিয়েছেন দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ।
তিনি এক নির্দেশনায় বলেছেন, সূর্যোদয়ের ১৫ মিনিট পরই নির্ধারিত স্থানগুলোতে ঈদুল ফিতরের জামাত শুরু করতে হবে। সরকারের এই নির্দেশনা মেনেই সারা দেশে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গালফ নিউজের এক প্রতিবেদন মতে, সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে।
তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না, সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
নির্ধারিত ইমামদেরকে উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে।
যদি বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য পরিচ্ছন্ন ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে মসজিদ ও ঈদগাহগুলোতে স্বাস্থ্যবিধি, বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ এবং সাউন্ড সিস্টেমসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
