অবশেষে অবসান হলো আকাশ পথের টিকিটের আকাশছোঁয়া দামের ভোগান্তি। সরকারের সময়োপযোগী হস্তক্ষেপে কমেছে টিকিটের মূল্য, যা যাত্রীদের জন্য বয়ে এনেছে স্বস্তির সুবাতাস। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
আটাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করে। এই নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের একটি অনুলিপি প্রদান করা বাধ্যতামূলক।
এই সরকারি নির্দেশনার ফলে, যেসব এয়ারলাইন্স পূর্বে টিকিট ব্লক করে রাখত, তারা বাধ্য হয়ে টিকিট উন্মুক্ত করে দিয়েছে। এর ফলস্বরূপ, যাত্রীরা এখন যেকোনো ফ্লাইটের আসন খালি আছে কিনা এবং টিকিটের প্রকৃত মূল্য কত, তা সহজেই দেখতে পারছেন। এতে করে টিকিটের কৃত্রিম সংকট দূরীভূত হয়েছে এবং দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আটাব আরও জানায়, গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে জেদ্দা, মদিনা ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ রুটে টিকিটের মূল্য ‘গ্রুপ ফেয়ার’ নামে প্রায় এক লক্ষ টাকায় বিক্রি হতো।
এমনকি কম্পিউটার সিস্টেমে এই দাম বেড়ে প্রায় এক লক্ষ সত্তর হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম তো প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।
তবে সরকারের নতুন নির্দেশনার কল্যাণে এখন সেই একই রুটের টিকিট মাত্র আট চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, কিছু এয়ারলাইন্স ঢাকা-দাম্মাম এবং ঢাকা-রিয়াদের টিকিট আরও কম দামে, অর্থাৎ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করছে।
টিকিটের মূল্য নিয়ন্ত্রণে এই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে আটাব।
একইসঙ্গে, সরকারের এই নির্দেশনাগুলো সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে এই সংগঠনটি। তারা আশা প্রকাশ করেছে, সরকারের কঠোর নজরদারির মাধ্যমে যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট কিনতে সক্ষম হবেন এবং অবৈধ মজুতদারি সম্পূর্ণরূপে বন্ধ হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
