ঈদ-উল-ফিতরকে সামনে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাচ্ছে ঘরমুখী মানুষের ঢল। বিশেষ করে ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিমানবন্দর এলাকা। সকাল থেকেই ক্যানোপিতে অপেক্ষারত স্বজনদের ভিড় বাড়তে থাকে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে। এই বিপুল সংখ্যক মানুষের আগমন সামাল দিতে হিমশিম খাচ্ছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ও আনসার সদস্যরা।
বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ঈদ উদযাপনের জন্য দেশে ফেরা প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই এসেছেন ওমান থেকে। এছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কাতার থেকেও বহু প্রবাসী তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটে এসেছেন। অন্যান্য দেশ থেকেও ঈদ উপলক্ষে আপনজনের কাছে ফেরার এই চিত্র দেখা গেছে।
প্রতিদিনের মতো আজও হাজার হাজার প্রবাসী এবং তাদের অপেক্ষায় থাকা স্বজনদের পদচারণায় বিমানবন্দরের পরিবেশ ছিল উৎসবমুখর। এই বিপুল সংখ্যক যাত্রীর আগমনকে সুশৃঙ্খলভাবে সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এভিয়েশন সিকিউরিটি প্রধান জাহাঙ্গীর হোসেন জানান, যাত্রীদের যেন কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়, সে ব্যাপারে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, যাত্রীদের মূল্যবান লাগেজ এবং মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কর্মীরা সর্বদা সচেষ্ট রয়েছেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী সুপার রাকিবুল ইসলাম ঈদ মৌসুমের যাত্রীচাপের কথা উল্লেখ করে বলেন, অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে যাত্রীদের চাপ দ্বিগুণ। তিনি আরও জানান, প্রতিটি যাত্রী যেন নিরাপদে বিমানবন্দর ত্যাগ করতে পারেন, সে জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঈদ সামনে রেখে ওমানসহ অন্যান্য দেশ থেকে আসা প্রবাসীদের এই ঘরে ফেরার আনন্দ দেশের ঈদ উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। বিমানবন্দরে প্রিয়জনদের সাথে মিলিত হওয়ার এই দৃশ্য একদিকে যেমন আবেগপূর্ণ, তেমনি অন্যদিকে দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
