সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভিসার ক্ষেত্রে আর দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন হবে না। এমন আশার বাণী শুনিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশ একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং অচিরেই আমিরাতের ভিসা পাওয়া যাবে বলে তারা আশাবাদী।
শুক্রবার (১৪ মার্চ) মিলেনিয়াম প্লাজা হোটেলে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “বাংলাদেশিদের আমিরাতের ভিসার জন্য আক্ষেপ করতে হবে না। আমরা একটা ভিশন নিয়ে এগিয়ে চলেছি। অচিরে আমরা ভিসা পাব বলে আশা রাখি।”
তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমিরাত সফর করেছেন। এই সফরের ফলস্বরূপ, খুব শীঘ্রই একটি ফলপ্রসূ পার্টনারশিপ মুভমেন্টের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রদূত আত্মবিশ্বাসের সাথে বলেন, “আমাদের ভিশন সফল হলে আমিরাতের ভিসার দরজায় কড়া নাড়তে হবেনা, অনায়াসে আমরা এদেশের ভিসা পেয়ে যাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং এ দেশ বাংলাদেশকে অনেক দিয়েছে। তাই এখানকার সকল আইন ও কানুন মেনে চলা এবং একটি সভ্য দেশের সভ্য নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া অপরিহার্য। তিনি আরও জোর দিয়ে বলেন, আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকার মহিউদ্দিন জামান, জনতা ব্যাংকের সিইও কামরুজ্জামান, বিমানের আবুধাবী রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, দুবাই রিজাইনাল ম্যানেজার সাখিয়া সুলতানা, শেখ খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মতিউর রহমান, ক্যাপ্টেন মেহেদী, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের শ্রম কাউন্সিলর আবদুস সালাম, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, দ্বিতীয় সচিব সাজ্জাদ জহির, ব্যাংকার নাসির মোস্তফা, আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, সিআইপি আবুল কালাম, জাকির হোসেন সিআইপি, মোঃ রাজা মল্লিক, নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের অন্যান্য কর্মকর্তাগণ এবং কমিউনিটির নেতৃবৃন্দ, যেমন জাকির হোসেন ও ব্যাংকার মহিউদ্দিন জামানও বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের আশাবাদ উঠে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
