সৌদি আরব বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি বলে নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা জানান, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নিজেই ধর্মসচিবকে অডিও বার্তায় জানিয়েছেন যে, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু রয়েছে। সৌদি এজেন্সিগুলোর সঙ্গে নিয়ম অনুযায়ী সমন্বয় করতে বাংলাদেশি এজেন্সিগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওমরাহ ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো ধরনের অনিয়ম করছে না। তবে এ বছর বাংলাদেশের তুলনায় অনেক বেশি সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে গিয়েছেন, ফলে তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।
ধর্ম উপদেষ্টা জানান, যেসব যাত্রী বিমানের টিকিট কেটে ওমরাহ পালনে যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। অন্যদিকে, সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক কিন্তু ভিসা পাননি, তারা আগামী জুলাই মাসে ওমরাহ পালন করতে পারবেন।
এ সময় বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে মাত্রার কথা বলা হয়েছে, বাস্তবে তা সেভাবে ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, মাজারে হামলার ঘটনায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং হিজবুত তাহরীরের কার্যক্রম কঠোরভাবে দমন করা হচ্ছে। সরকার তাদের মিছিল করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
