ভারতের উত্তর প্রদেশের মিরাটে নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খোলা জায়গায় নামাজ আদায় করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাকে বহিষ্কার করেছে।
রোববার (১৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হোলি উৎসবকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি ভিডিওর জেরে এই গ্রেপ্তার ঘটে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ আদায় করছেন। এতে স্থানীয় কিছু গোষ্ঠী আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম খালিদ প্রধান। অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু তাকে বহিষ্কারই করেনি, বরং তিনজন নিরাপত্তা কর্মীকেও চাকরিচ্যুত করেছে। পাশাপাশি, ওই ভিডিও আপলোডের দায়ে খালিদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
উত্তর প্রদেশ পুলিশের সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং পিটিআইকে বলেন, “আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর খালিদ প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।”
গঙ্গানগর থানার ইনচার্জ অনুপ সিং জানান, স্থানীয় ব্যক্তি কার্তিক হিন্দুর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ অনুযায়ী, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলক কাজের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তথ্য প্রযুক্তি আইন, ২০০৮-এর অধীনেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা জানান, “বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খোলা জায়গায় নামাজ আদায় করা হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। সেই কারণেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা থাকলেও নামাজ পড়ার কারণে কেন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো? অন্যদিকে, কিছু পক্ষ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সমর্থন করে বলছে, নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নামাজ পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী গ্রেপ্তারের এই ঘটনা ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতার বিষয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
