অবিশ্বাস্য হলেও সত্য, সংযুক্ত আরব আমিরাতে একজন ভিক্ষুক মাত্র এক ঘণ্টায় ৩৫৭ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার টাকারও বেশি আয় করেছেন। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শারজাহ পুলিশের এক সাম্প্রতিক অনুসন্ধানে।
সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হলেও, পবিত্র রমজান মাস এলেই দেশটিতে ভিক্ষুকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। উদ্বেগের বিষয় হলো, অনেক ব্যক্তি বিশেষত এই মাসটিতে ভিক্ষা করার উদ্দেশ্যেই সংযুক্ত আরব আমিরাতে আগমন করেন।
গতকাল রবিবার (১৬ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শারজাহ পুলিশ সাধারণ জনগণকে এই বিষয়ে নতুন করে সতর্ক করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় দেখা যাওয়া অনেক ভিক্ষুকই প্রকৃত অভাবের তাড়নায় ভিক্ষা করছেন না, বরং এটি তাদের একটি সুপরিকল্পিত পেশা।
এই রমজান মাসে মাত্র এক ঘণ্টায় একজন ভিক্ষুক কত অর্থ উপার্জন করতে পারেন, তা হাতেকলমে প্রমাণ করার জন্য শারজাহ পুলিশ একটি বাস্তব পরীক্ষা চালায়। পুলিশ একজন ব্যক্তিকে ছদ্মবেশে ভিক্ষুক সাজিয়ে শহরের রাস্তায় পাঠায়।
পরীক্ষায় দেখা যায়, ওই ব্যক্তি একটি মসজিদের সামনে বসে এবং অপেক্ষারত গাড়ির চালক ও যাত্রীদের কাছে হাত পাতেন। আশ্চর্যজনকভাবে, অল্প সময়ের মধ্যেই বহু মানুষ তাকে অর্থ দান করেন। মাত্র এক ঘণ্টা পর ওই ছদ্মবেশী ভিক্ষুকের সংগৃহীত অর্থের পরিমাণ ছিল ৩৫৭ দিরহাম।
এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে, যদি কোনো প্রকার আইনি বাধা ছাড়াই ভিক্ষা করার সুযোগ থাকে, তাহলে একজন ব্যক্তি কত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম।
মূলত, কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষের আবেগ ও সহানুভূতিকে কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তির মাধ্যমে প্রতারণা করে থাকে। এই কারণেই কর্তৃপক্ষ জনসাধারণকে রাস্তায় ভিক্ষা না দেওয়ার জন্য বারবার উৎসাহিত করে আসছে।
শারজাহ পুলিশ আরও জানিয়েছে, যদি কোনো ব্যক্তি সত্যিই অভাবী ও অসহায়দের সাহায্য করতে চান, তবে সেই সাহায্য যেন অবশ্যই বৈধ চ্যানেলের মাধ্যমে করা হয়।
এর জন্য তারা বিভিন্ন স্বীকৃত দাতব্য সংস্থাকে অর্থ দান করার পরামর্শ দিয়েছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সেই সহায়তা পৌঁছে দিতে পারবে।
সংযুক্ত আরব আমিরাতের পুলিশের এই পদক্ষেপ সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
