নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে ওআইসিভুক্ত (ইসলামিক সহযোগিতা সংস্থা) দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকায় অবস্থিত ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটিং, পোস্টাল ব্যালট এবং অনলাইন ভোটিংসহ বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “প্রবাসীদের ভোটের আওতায় আনতে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান কার্যক্রম এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে একটি ব্রিফিং উপস্থাপন করেন।
এই বৈঠকে ঢাকায় অবস্থিত ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানরা অংশগ্রহণ করেন। এছাড়াও, নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ওআইসি দেশগুলোর সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
