করোনার সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করার শর্তে পর্যটক ভিসা উন্মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল সোমবার থেকে শর্তসাপেক্ষে ভিসা উন্মুক্ত করেছে দেশটি। এর আগে গত শনিবার আরব আমিরাতে ভ্রমণের বিষয়ে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (ICA) ও ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টারস ম্যানেজমেন্ট অথরিটি (NCEMA) যৌথ বিবৃতি দেয়।
গতকাল সোমবার এক সংবাদে এমনটাই জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম ‘খালিজ টাইম’। এদিকে আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সব ধরনের ভিসা ধারীরা প্রবেশের অনুমতি নিয়ে দুবাইতে যেতে পারবেন বলে নিশ্চিত করেছে
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
বিমান সংস্থার একটি সূত্র। দুবাই সিভিল এভিয়েশন অথরিটি (DCAA) এয়ারলাইন্সকে একটি সার্কুলারে নির্দেশনা জারি করেছে, সোমবার (৩০আগস্ট) সকাল ১২ টা ১ মিনিট থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী বাংলাদেশ, কঙ্গো, ভারত, লাইবেরিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম এবং জাম্বিয়া থেকে ভ্রমণকারীরা দুবাই ভ্রমণ করতে পারবেন।
এ ক্ষেত্রে রেসিডেন্স ভিসাধারীদের আরব আমিরাতে প্রবেশের জন্য ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (ICA) অথবা জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (GDRFA) কর্তৃক প্রদত্ত প্রাক-ভ্রমণ অনুমোদন থাকতে হবে। এবং অন্য সব ভিসাধারীদের অবশ্যই ৪৮ ঘন্টার মধ্য কিউআর (QR) কোড সংবলিত বৈধ কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষার সনদ থাকতে হবে।
প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই সম্পূর্ণ ভ্যাকসিন গ্রহণ ও একটি র্যাপিড পিসিআর (PCR) পরীক্ষার নেগেটিভ সনদ নিতে হবে। যা ভ্রমণের আগ থেকে ৬ ঘন্টার মধ্য করতে হবে এবং এটি অনুমোদিত ল্যাব ও কিউআর (QR) কোড সংবলিত হতে হবে।
ভারতীয় বিমান সংস্থা তাদের ট্রাভেল এজেন্টদের আমিরাত ভ্রমণের বিষয়ে নতুন নিয়মের বিষয়ে জানিয়েছে। অপরদিকে বাংলাদেশি বিমান ইউএস বাংলা আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ঢাকা-দুবাই ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশের কোন বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় বিপত্তি বেধেছে। যাত্রীদের সুবিধার্থে আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে আরও স্পষ্টতার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে উভয় দেশের বিমান সংস্থা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
