সৌদি আরবের নতুন সিদ্ধান্তের ফলে হাজার হাজার ওমরাহযাত্রী, বিশেষ করে বাংলাদেশিরা, গুরুতর সংকটে পড়েছেন। আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি সরকার ওমরাহ ভিসার কোটা প্রায় ৯০% কমিয়ে দিয়েছে, যা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে।
সৌদি সরকারের এই সিদ্ধান্ত কোনো পূর্বঘোষণা ছাড়াই ৪ মার্চ থেকে কার্যকর হয়েছে। ফলে বিভিন্ন ওমরাহ এজেন্সির মাধ্যমে ভিসা ইস্যু করতে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিবছর রমজান মাসে ওমরাহ পালনে মক্কা ও মদিনায় মুসলিমদের ভিড় বেড়ে যায়। তবে এবার ভিসা সংকটের কারণে হাজার হাজার যাত্রী ওমরাহ পালনে যেতে পারছেন না।
ভিসা জটিলতার কারণে অনেক এয়ারলাইনস ইতিমধ্যে বুকিং বাতিল করলেও টিকিটের টাকা ফেরত দিচ্ছে না। ফলে যাত্রীদের পাশাপাশি ওমরাহ এজেন্সিগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বেশ কয়েকটি এজেন্সি মালিক জানিয়েছেন, তারা যাত্রীদের জন্য অগ্রিম টাকা দিয়ে টিকিট বুকিং করেছিলেন, কিন্তু ভিসা ইস্যু না হওয়ায় যাত্রীরা টাকা ফেরত চাচ্ছেন, যা ব্যবসায়িক সংকট তৈরি করছে।
হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন ‘হাব’ (HAB) সৌদি সরকারের কাছে এই সংকটের দ্রুত সমাধান চেয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, এই আকস্মিক সিদ্ধান্তের ফলে শুধু যাত্রীরাই নয়, বরং তাদের ব্যবসাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এই সংকট সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে। ওমরাহযাত্রীদের দুর্ভোগ লাঘবে সৌদি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আনার আশ্বাস দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে ওমরাহ যাত্রার পরিকল্পনাকারীদের জন্য নতুন ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
