বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকা শেখ পরিবারের সদস্যদের নামে উৎসর্গীকৃত ১৬টি গুরুত্বপূর্ণ সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নামে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মতির পর এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে, যা দেশের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নতুন নামের তালিকা অনুযায়ী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেনানিবাস এবং সামরিক স্থাপনার নাম পরিবর্তিত হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত সুপরিচিত বঙ্গবন্ধু সেনানিবাস, যা এতদিন ধরে এই নামে পরিচিত ছিল, এখন থেকে তা ‘যমুনা সেনানিবাস’ নামে নতুনভাবে যাত্রা শুরু করবে। একইভাবে, কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস এখন থেকে ‘মিঠামইন সেনানিবাস’ নামেই পরিচিত হবে। বরিশালের লেবুখালিতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস এবং শরীয়তপুরের জাজিরায় অবস্থিত শেখ রাসেল সেনানিবাস – এই দুটি গুরুত্বপূর্ণ সেনানিবাসের নামও পরিবর্তন করা হয়েছে। লেবুখালির সেনানিবাসটি এখন থেকে ‘বরিশাল সেনানিবাস’ এবং জাজিরার সেনানিবাসটি ‘পদ্মা সেনানিবাস’ নামে নতুন পরিচিতি লাভ করবে।
নাম পরিবর্তনের এই তালিকায় আরও রয়েছে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) বঙ্গবন্ধু কমপ্লেক্স, যা এখন থেকে ‘বিএমএ একাডেমিক কমপ্লেক্স’ নামে পরিচিত হবে। এছাড়াও, হালিশহরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল’। কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্ট আর্টিলারিও নামের এই পরিবর্তনের আওতায় এসেছে; এই রেজিমেন্টটি এখন থেকে ‘১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
ঢাকার কেন্দ্রবিন্দু বিজয় সরণিতে অবস্থিত অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, যা এতদিন এই নামেই পরিচিত ছিল, এখন থেকে ‘বাংলাদেশ সামরিক জাদুঘর’ হিসেবে নতুন নামে পরিচিতি পাবে। পাশাপাশি, শরীয়তপুরের জাজিরায় অবস্থিত বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাত নামক প্রতিষ্ঠানটির নামও পরিবর্তন করে ‘কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা’ রাখা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঢাকার বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্বাধীনতা জাদুঘর’। টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখন থেকে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ নামে পরিচিত হবে। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজও নতুন নামে যাত্রা শুরু করবে, যার নতুন নাম হবে ‘আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
