ওমানের পানজা শহরে এক হৃদয়বিদারক ঘটনায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর অকাল মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) সংঘটিত হয়। নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের ২৫ বছর বয়সী তরুণ মো. সায়মন এবং রাউজান উপজেলার ৪৫ বছর বয়সী মো. জসীম।
বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাউজানের ওমান প্রবাসী মো. সাইদ জানান, শনিবার গভীর রাতে তারা একটি পানির ট্যাংক পরিষ্কারের কাজে গিয়েছিলেন। কাজের শুরুতে মো. সায়মন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ অতিক্রান্ত হলেও তিনি উপরে ফিরে না আসায়, মো. জসীম তাকে দেখতে ট্যাংকের ভেতরে যান। দুর্ভাগ্যবশত, তিনিও আর অক্ষত অবস্থায় উপরে ফিরে আসতে পারেননি।
অবস্থা বেগতিক দেখে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হলে, তারা দ্রুত ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, ট্যাংকের অভ্যন্তরে জমা গ্যাস অথবা অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহত মো. সায়মনের স্বপ্ন ছিল, প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে বাবা-মায়ের জন্য একটি সুন্দর ঘর তৈরি করবেন। কিন্তু তার সেই সাধ আর পূরণ হলো না। জীবিকার অন্বেষণে দেশ ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমালেও, তার ফেরার পথ রচিত হলো কফিনবন্দী হয়ে। অন্যদিকে, নিহত মো. জসীম মূলত বরিশালের বাসিন্দা হলেও, রাউজানে বসবাস করতেন বলে জানা যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনা ওমান প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নামিয়ে এনেছে। দুই তরুণের অকাল প্রয়াণে পরিবার এবং স্বজনদের মধ্যে চাওয়া হয়েছে কান্নার রোল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
