গাজায় মানবিক ত্রাণ সরবরাহের পথ বন্ধ করে রাখলে, ইসরায়েলের বিরুদ্ধে ফের নৌপথে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ত্রাণ অবরোধ তুলে নেওয়ার জন্য তারা ইসরায়েলকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। রয়টার্স এই খবর জানিয়েছে।
হুথি আন্দোলনের প্রধান আল-হুথি শুক্রবার এক বিবৃতিতে বলেন, “যদি ইসরায়েল আগামী চার দিনের মধ্যে গাজায় ত্রাণবাহী জাহাজ প্রবেশে বাধা দেওয়া বন্ধ না করে, তাহলে আমরা আমাদের নৌ সামরিক অভিযান পুনরায় শুরু করতে বাধ্য হব।” গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ কিছুটা স্তিমিত হয়ে গেলেও, এই হুমকির মাধ্যমে পুনরায় তা পুরোদমে শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি গত বছর ২০২৩ সালের নভেম্বর মাস থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের হামাসের বিরুদ্ধে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
হুথিরা তাদের হামলায় ইতোমধ্যে দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, একটি জাহাজ আটক করেছে এবং অন্তত চারজন নাবিকের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের এই কার্যকলাপ বিশ্বজুড়ে জাহাজ চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটায়। অনেক জাহাজ কোম্পানিকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিক দিয়ে দীর্ঘ ও অতিরিক্ত খরচযুক্ত পথ বেছে নিতে বাধ্য হতে হয়েছে।
আল-হুথি আরও বলেন, “আমরা এই চার দিনের সময়সীমা দিয়েছি, যাতে গাজা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীরা তাদের প্রচেষ্টা চালাতে পারে। যদি এই সময় শেষ হওয়ার পরেও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেয় এবং ত্রাণ সরবরাহের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে রাখে, তবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করব।”
উল্লেখ্য, গত ২ মার্চ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে, ইসরায়েল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়। এই পরিস্থিতিতে, হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করে। বর্তমানে, মধ্যস্থতাকারীরা এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে, হামাস হুথিদের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, “এটা একটা সাহসী সিদ্ধান্ত এবং গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধের সময় হুথিরা যে সমর্থন ও সাহায্য জুগিয়ে এসেছে, এটি তারই ধারাবাহিকতা।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
