পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ পালনকালে কিছু জিনিস বহন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
সৌদি সরকারের স্পষ্ট ঘোষণা অনুযায়ী, ওমরাহ যাত্রীরা যেন কোনোভাবেই লেজার রশ্মি, আতশবাজি বা বিস্ফোরক দ্রব্য, জাল মুদ্রা এবং অননুমোদিত বা অনিবন্ধিত ঔষধপত্র সাথে না নিয়ে আসেন। এই নিষেধাজ্ঞাগুলি সৌদি আরবের পবিত্র ভূমি ও সকল ধর্মপ্রাণ মুসল্লির নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল মুসল্লীকে পরামর্শ দেওয়া হয়েছে যে, সৌদি আরবে প্রবেশ করার পূর্বেই নিশ্চিত হতে হবে যেন তাদের সাথে নিষিদ্ধ কোনো জিনিস না থাকে।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদি আরবের যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে। সেখানে নিষিদ্ধ জিনিসপত্রের একটি বিস্তারিত তালিকা দেওয়া আছে।
উল্লেখ্য, হজ বছরে একবার নির্দিষ্ট সময়ে পালন করা হলেও, ওমরাহ বছর জুড়েই করা যায়। বিশেষ করে পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মুসল্লি রমজানে মক্কা শহরে সমবেত হন। এই সময় তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং পবিত্র স্থানের মর্যাদা বজায় রাখা সৌদি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
