ফিলিস্তিনের জনগণের মুক্তি ও ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে নিজেদের জোরালো অবস্থান আবারও বিশ্ব মঞ্চে তুলে ধরতে যাচ্ছে বাংলাদেশ। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আজ বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মন্ত্রী পর্যায়ের বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব।
ফিলিস্তিনের এই দীর্ঘদিনের সংকট নিয়ে আলোচনার জন্য ওআইসি-র সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এই সম্মেলনে একত্রিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আগামীকাল ৭ মার্চ জেদ্দায় অনুষ্ঠিত হবে ওআইসি’র এই মন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠক। বৈঠকে ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি দখলদারিত্বের দীর্ঘমেয়াদী প্রভাব ও এর থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠক শেষে আগামী ৮ মার্চ পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
এই সম্মেলনে ফিলিস্তিন ইস্যু ছাড়াও, মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা যাচ্ছে।
আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের এই সরব উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
