মাঝের সময়ে ওমান থেকে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও ফের বাড়তে শুরু করেছে। সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে ওমান থেকে ১২ কোটি ৩৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। তার আগের সাত মাসে অর্থ্যাৎ চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে ওমান থেকে ৮২ কোটি ২৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ভিসা বন্ধের আফসোস থাকলেও এই পরিসংখ্যান দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ভালো খবর।
যদিও নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে ওমান থেকে মুদ্রা বিনিময়ে এখন সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গত কয়েকমাসে ওমানি রিয়ালের বিপরীতে ৩১৮ টাকা পর্যন্ত দাম পাওয়া গেছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ওমান ছাড়াও সাম্প্রতিককালে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।
সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে। অঞ্চলভিত্তিক হিসেবে ফেব্রুয়ারিতে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২২ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
