বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ কেজি সোনাসহ গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও। গত সোমবার (০৩ মার্চ) রাতে এমিরেটসের একটি ফ্লাইট থেকে তাকে আটক করে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়, যা তিনি পোশাকে লুকিয়ে পাচার করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
রান্যা রাও গত ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেছেন, যা কর্তৃপক্ষের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। তার আচরণ ও ভ্রমণের ধরন পর্যবেক্ষণ করে গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি কাস্টমস চেক এড়ানোর চেষ্টা করেন এবং নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেন। এমনকি বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন তিনি। তবে গোয়েন্দাদের সতর্কতায় তার চালাকি ব্যর্থ হয়।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, রান্যা রাও তার পোশাকে সোনার বার লুকিয়ে পাচার করার চেষ্টা করছিলেন। তার এই কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দারা জানিয়েছেন, রান্যা রাও তার সেলিব্রিটি স্ট্যাটাস ব্যবহার করে কাস্টমস চেক এড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সতর্কতায় তা সম্ভব হয়নি।
রান্যা রাও দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে বেশ পরিচিত মুখ। তিনি কন্নড় সিনেমায় একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলও রয়েছে। তার এই গ্রেপ্তার দক্ষিণী চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছে।
রাজস্ব গোয়েন্দা বিভাগ এখন রান্যা রাওয়ের এই সোনা পাচারের ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় তার বিরুদ্ধে কাস্টমস আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
