আবুধাবির বিখ্যাত বিগ টিকেট ড্র’তে বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা। এই বিশাল অঙ্কের জয় তাকে রাতারাতি কোটি টাকার মালিকে পরিণত করেছে।
জাহাঙ্গীর আলম, যিনি গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং জাহাজ নির্মাণ শিল্পে কর্মরত, গত ১১ই ফেব্রুয়ারি ১৩৪৪৬৮ নম্বরের টিকেটটি কিনেছিলেন।
তিনি গত তিন বছর ধরে প্রতি মাসে ১৪ বন্ধুর সাথে একটি গ্রুপ গঠন করে বিগ টিকেট ড্র’তে অংশগ্রহণ করছেন। এই জয় শুধু তার একার নয়, বরং তার বন্ধু এবং তাদের পরিবারের সবার জন্য একটি বড় অর্জন।
জাহাঙ্গীর আলম বলেন, “আমি যখন ফোনে কল পেলাম, তখন আমি দোয়া করছিলাম। আমার বন্ধু আমাকে খুশির খবরটা দিলে আমি আনন্দে আপ্লুত হয়ে যাই। এই জয় শুধু আমার নয়, এটি আমাদের গ্রুপের সবার।”
এই অর্থ দিয়ে তিনি দুবাইতে ছোট একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন, “আমি অবশ্যই টিকেট কিনতে থাকবো। আমার এই গল্প অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
এই জয় শুধু একটি আর্থিক সাফল্যই নয়, বরং এটি একটি অনুপ্রেরণামূলক গল্প যা দেখিয়ে দেয় যে ধৈর্য এবং দলগত প্রচেষ্টা কীভাবে বড় সাফল্য এনে দিতে পারে।
জাহাঙ্গীর আলমের এই সাফল্য তার ভবিষ্যৎকে যেমন উজ্জ্বল করেছে, তেমনি তার বন্ধু এবং পরিবারের জীবনেও বড় পরিবর্তন আনবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
