ওমানে রমজানের প্রথম দিনে জসিম উদ্দিন নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। শনিবার ভোরে জালান বানি বুয়ালিতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘাতকও নিহত প্রবাসীর সাথে একই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রবাসী জসিম উদ্দিন ফেনীর মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকার ভূইয়া বাড়ির আব্দুস সাত্তারের ছেলে।
ওমানের স্থানীয় সূত্র জানায়, তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটেছে। প্রথম রোজার দিন ভোরে সেহরি খেয়ে নামাজ আদায়ের পর সবার মতো জসিমও বিশ্রাম নিতে যান।
একপর্যায়ে ওই কর্মচারী ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে। এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক মো. ইয়াছিন ভূঁইয়া জানিয়েছেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ওমানে আছেন। পরিবারে তার চার মেয়ে আছে। এই ঘটনায় ওমানের আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন তারা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
