বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় শনিবার থেকে রমজান শুরু হয়েছে। প্রতি বছর ঈদের ছুটিতে দেশের লাখো মানুষ পরিবারের কাছে ফিরতে আকাশপথ, রেলপথ ও সড়কপথে ভিড় করেন। এই বিপুল জনস্রোতকে কেন্দ্র করে ট্রেন স্টেশন, বিমানবন্দর ও মহাসড়কগুলোতে ব্যাপক ভিড় সৃষ্টি হয়।
স্থানীয় ভাষায় এই ঈদযাত্রাকে “মুদিক” বলা হয়, যা ইন্দোনেশিয়ার সংস্কৃতির অন্যতম প্রধান অংশ। জাকার্তা ও সুরাবায়ার মতো বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের বাড়িতে ফেরেন। এসময় যানজট ও অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষের জন্য বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতি বিবেচনায় রেখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো ঘোষণা দিয়েছেন, ঈদের আগের দুই সপ্তাহ বিমান ভাড়া কম থাকবে। একইসঙ্গে প্রধান মহাসড়কগুলোর টোল ফিও হ্রাস করা হবে।
প্রেসিডেন্ট প্রাবোয়ো বলেন,”মুসলিম সম্প্রদায় যেন স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারে এবং ঈদের ছুটি উপভোগ করতে পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”
এছাড়া, বালি’স ডে অব সাইলেন্স (নিয়েপি) এবং ঈদুল ফিতর একসঙ্গে হওয়ায় এই সময়ে আরও বেশি সংখ্যক মানুষ যাতায়াত করবেন। এজন্য ঈদ ও নিয়েপি উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, যাতে যাত্রীদের যাত্রা আরও সহজ ও আরামদায়ক হয়।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, রমজানে যাতায়াত খরচ কমলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য স্বস্তির বিষয় হবে। বিশ্লেষকরাও মনে করছেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং মুদিক যাত্রা আরও নির্বিঘ্ন হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
