চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় দুবাইগামী প্রবাসী মো: তোফাজ্জল হোসেনের হারানো পাসপোর্ট উদ্ধার করে তা ফেরত দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি দুবাই ফেরত ফ্লাইটে যাত্রা বাতিল হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় তিনি তার পাসপোর্ট ফিরে পেয়েছেন।
জানা গেছে মো: তোফাজ্জল হোসেন, যিনি বাঁশখালী, চট্টগ্রামের বাসিন্দা, গত ১৯ ফেব্রুয়ারি তার বাবার মৃত্যুতে দেশে ফিরেছিলেন। বাবার জানাজায় অংশ নেওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS343-এ দুবাই ফেরার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতির সময় তিনি তার পাসপোর্ট খুঁজে না পেয়ে ফ্লাইট মিস করেন।
পরবর্তীতে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, সম্ভবত বিমানবন্দরেই তার পাসপোর্ট হারিয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে পাসপোর্টটি উদ্ধার করে।
১ মার্চ ২০২৫ তারিখে বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলামের মাধ্যমে তোফাজ্জল হোসেনকে তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়। এ বিষয়ে তোফাজ্জল হোসেন বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তারা যাত্রীদেরকে যাত্রার সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিশেষ করে পাসপোর্ট সতর্কতার সাথে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
