ওমানের চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রোজা শুরুর তারিখ ঘোষণা করা হবে। এদিকে, আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে ওমানসহ আরব বিশ্বে রমজান মাস শুরু হতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা যেতে পারে। যদি চাঁদ দেখা যায়, তাহলে শুক্রবার সন্ধ্যা থেকে রমজান শুরু হবে। অন্যথায়, রোববার থেকে পবিত্র মাসের সূচনা হবে।
এবারের রমজান মাসে শুরুর দিকের রোজাগুলো তুলনামূলকভাবে কম সময়ের হবে এবং তাপমাত্রা সহনীয় থাকবে। তবে মাসের শেষ দিকে রোজার সময় কিছুটা বাড়বে। ১ মার্চ রমজান শুরু হলে, মাসটি ২৯ বা ৩০ মার্চ শেষ হবে।
সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, এ বছর রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে অনুযায়ী, রমজানের শেষ দিন হবে ২৯ মার্চ এবং ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
পবিত্র রমজান মাসের প্রস্তুতি হিসেবে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় চাঁদ দেখা ও রোজা শুরুর তারিখ নিয়ে উৎসুক। এবারের রমজানে শুরুর দিকে স্বল্প সময়ের রোজা এবং সহনীয় আবহাওয়া মুসল্লিদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।
এই সংবাদটি মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রমজান মাসের সূচনা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সহায়ক হবে। চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে বিশ্বের কোটি কোটি মুসলিম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
