সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসে আগত ইবাদতকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে হারামাইন শরিফাইনের কর্তৃপক্ষ। এই নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে, যাতে ইবাদতের সময় কোনো ধরনের অসুবিধা না হয় এবং সকলেই প্রশান্তির সঙ্গে ইবাদত করতে পারেন।
সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, হারামাইন কর্তৃপক্ষ আগতদের জন্য কিছু বিশেষ নিয়ম প্রণয়ন করেছেন। এগুলোর মধ্যে রয়েছে ভিড় ব্যবস্থাপনা, যাতায়াতের সুবিধা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা। এছাড়াও, ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভিড়ের তথ্য সরবরাহ করা হবে এবং স্বেচ্ছাসেবীদের নিয়োগ দেওয়া হয়েছে আগতদের দিকনির্দেশনা প্রদানের জন্য।
হারামাইনের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, রমজান মাসে বিপুল সংখ্যক ইবাদতকারী মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করবেন। তাই ভীড় ও সমাগমের স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। যাতায়াতের জন্য নির্দিষ্ট রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কেউ যাতায়াতের সময় দুর্ভোগে না পড়েন। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এই নির্দেশনাগুলো ইবাদতকারীদের সুবিধার্থে প্রণয়ন করা হয়েছে, তাই সেগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।
এছাড়াও, পবিত্র মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পবিত্রতা রক্ষার্থে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ইবাদতকারীদের কষ্ট লাঘবের জন্য যাতায়াতের রাস্তায় বসতে নিষেধ করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যবস্থাগুলো ইবাদতের পরিবেশকে আরও সুন্দর ও সুগম করার জন্য গৃহীত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
