ওমান প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তির সুবিধার্থে বিশেষ এক উদ্যোগ নিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসে সংরক্ষিত পাসপোর্ট বিতরণের জন্য নিয়মিত কর্মদিবস ছাড়াও ২১ ও ২২ ফেব্রুয়ারির ছুটির দিনগুলোয় সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা এবং শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দূতাবাসে এসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
