গত বছর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে জনমত ক্রমশ বাড়ছে। ভারতে প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র ‘মুড অব দ্য নেশন’ শীর্ষক এক জনমত জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত বছর ৫ই আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতের রাজধানী দিল্লিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এরপর বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। তালিকায় রয়েছে গুরুত্বপূর্ণ শীর্ষ মামলাও। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনা কে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে নোট ভার্বালসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করলেও, নয়াদিল্লি এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি।
ইন্ডিয়া টুডে’র ‘মুড অব দ্য নেশন’ জরিপে অংশ নেওয়া উত্তর-পূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?”
জরিপে ২৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, শেখ হাসিনা যেহেতু ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া যৌক্তিক ছিল। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ মানুষ মনে করছেন, বর্তমান সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়, সমগ্র ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষও হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে মত দিয়েছেন।
তবে ভিন্নমতও উঠে এসেছে জরিপে। ২৯ শতাংশ ভারতীয় নাগরিক চান না হাসিনা ভারতে থাকুন, বরং তারা মনে করেন তাকে অন্য কোনো দেশে চলে যেতে বলা উচিত। উত্তর-পূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষও এই বিকল্প প্রস্তাবের সাথে একমত পোষণ করেছেন।
এই জনমত জরিপের ফলাফল ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য রাখতে পারে। বিশেষত, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই জরিপের ফলাফল নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই জনমত জরিপের ভিত্তিতে ভারত সরকার শেখ হাসিনার বিষয়ে ভবিষ্যতে কী পদক্ষেপ নেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
