পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের একটি জটিলতা দূর করলো সরকার। এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
সরকার পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে, এখন থেকে পাসপোর্ট পেতে নাগরিকদের আর পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না।
আজ রবিবার প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট পাওয়া জনগণের নাগরিক অধিকার এবং এই অধিকারকে আরও সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর।
সরকারের এই নতুন পদক্ষেপের ফলে পাসপোর্ট প্রক্রিয়া আরও দ্রুত এবং হয়রানিমুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে, জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার এই নতুন বিধান কার্যকর করলো।
এই সিদ্ধান্ত নাগরিক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষ পাসপোর্ট পাওয়ার জন্য যে দীর্ঘসূত্রিতার শিকার হতেন, তা থেকে মুক্তি পাবে। এখন থেকে খুব সহজেই এবং কম সময়ে নাগরিকরা তাদের পাসপোর্ট হাতে পাবেন, যা নিঃসন্দেহে জনজীবনে স্বস্তি নিয়ে আসবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
