ভাগ্য বদলাতে দূর দেশে যান প্রবাসীরা। কিন্তু তাদের সবার ভাগ্য কি বদলায়? অনেকে যান শার্ট প্যান্ট পরে ফিরে আসেন কফিন বন্দি হয়ে। প্রবাসে বাংলাদেশিদের মৃত্যুর বড় একটি কারণ সড়ক দুর্ঘটনা। অন্য একটি বড় কারণ হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যাওয়া। মহামারী করোনাভাইরাস হানা দেবার পর বিপুল সংখ্যক বাংলাদেশি এ রোগে মারা গেছেন।
দূর দেশে প্রিয়জনের মৃত্যুর খবর দেশে পরিবারের কাছে নিশ্চয় অত্যন্ত বেদনার। এমন কঠিন সময়ে মৃত ব্যক্তির পরিবার ঠিক করে উঠতে পারে না কিভাবে মরদেহ দেশে আনা যায়। যাদের আর্থিক সামর্থ্য নেই তারা তো মহা দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু বাস্তবতা হলো, বৈধ উপায়ে বিদেশ গেছেন এমন যেকোনো প্রবাসীকর্মীর মরদেহ দেশে আনার দায়িত্ব সরকারের।
শুধু এতোটুকুই নয়, মরদেহ পরিবহন, দাফন, কর্মক্ষেত্র থেকে ক্ষতিপূরণ আদায় এবং আর্থিক ক্ষতিপূরণ দেয় সরকার। এই ক্ষতিপূরণ ৩ লাখ টাকা। সম্প্রতি করোনায় মারা যাওয়া প্রবাসী ব্যক্তির পরিবারকেও সম পরিমাণ ক্ষতি পূরণ দিচ্ছে সরকার। তবে বিদেশ থেকে মরদেহ আনয়ন ও ক্ষতিপূরণ আদায়ের জন্য দরকার যথাযথ প্রক্রিয়ায় আবেদন।
এই আবেদন গ্রহণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এই কাজে সহযোগিতা দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বনিম্ন ৩ দিনের মধ্যে মরদেহ আনা আইনত বাধ্যতামূলক। আর ক্ষতিপূরণ দেয়ার সময়সীমা সর্বোচ্চ ৬ মাস। প্রবাসীর পরিবারের সম্মতি থাকলে লাশ সংশ্লিষ্ট দেশে দাফনের ব্যবস্থাও করে সরকার।
একটি বিষয় খেয়াল রাখতে হবে, করোনায় মৃত ব্যক্তির মরদেহ পরিবহন করার নিয়ম না থাকায় এসব লাশ দেশে আনা হচ্ছে না। যে দেশে মারা যাচ্ছেন সেখানেই দাফন করা হচ্ছে।
২০১৯ সালের এক হিসাবে দেখা যায়, ওই বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীর মৃতদেহ এসেছে।
এসব মৃতদেহ বহন ও দাফনের জন্য স্বজনদের প্রায় দেড় কোটি টাকা দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এছাড়া সংস্থাটি আর্থিক অনুদান দিয়েছে একশো কোটি টাকার বেশি।
প্রবাসে কোনো ব্যক্তি মারা গেলে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে যোগাযোগ করতে হয়। তারা বিষয়টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

প্রবাসী ব্যক্তির পরিবারকে নিজ নিজ জেলায় অবস্থিত জেলা জনশক্তি কার্যালয় অথবা ঢাকায় অবস্থিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কাছে আবেদন করতে হয়। এর জন্য নির্দিষ্ট একটি ফরম পূরণ করতে হয়। এই ফরম ওয়েজ আর্নার্স কল্যাণবোর্দের ওয়েবসাইটে পাওয়া যায়।
মৃতের লাশ দেশে পাঠাতে নিয়োগকর্তা খরচ বহন করতে অপারগতা প্রকাশ করলে ও মৃতের পরিবার লাশ দেশে আনার জন্য খরচ বহনে সক্ষম না হলে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে অর্থায়ন করা হয়।
বিমানবন্দর থেকে লাশ গ্রহণের সময় মৃতের পরিবারকে লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫ হাজার টাকার চেক দেয় কল্যাণবোর্ড।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে এই চেক প্রদান করা হয়। এজন্য মৃত প্রবাসী শ্রমিকের স্বজনকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হয়। যার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্য সনদ, লাশ পরিবহন ও দাফন খরচের অর্থ গ্রহণের জন্য ক্ষমতা অর্পণপত্র সঙ্গে আনতে হবে।

এসব কাগজপত্রের নমুনা কপি পাওয়া যাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে। বিদেশে বৈধভাবে যাওয়া মৃত কর্মীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। ২০১৩ সালের ১ এপ্রিল থেকে প্রবাসে মারা যাওয়া কর্মীর প্রত্যেক পরিবার আর্থিক অনুদান হিসেবে পাচ্ছে ৩ লাখ টাকা।
যা ছয় মাসের মধ্যে পরিশোধ করার কথা। অনুদান পেতে মৃত প্রবাসী কর্মীর স্বজনকে দাখিল করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র। এর মধ্যে রয়েছে— ১. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি করপোরেশন কাউন্সিলরের কাছ থেকে দাফতরিক প্যাডে মৃতের পরিবারের সদস্য সনদ।
এই সনদ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, সিটি করপোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত হতে হবে। ২. চারশো’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দায়মুক্তি সনদ, অঙ্গীকারনামা ও ক্ষমতা অর্পণপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত ও উপজেলা নির্বাহী অফিসার, সিটি করপোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত হতে হবে।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
৩. মৃতের পাসপোর্টের ফটোকপি, বাংলাদেশ দূতাবাসের প্রত্যয়নপত্র, মৃত্যু সনদের (ডেথ সার্টিফিকেট) সত্যায়িত ফটোকপি। ৪. অর্থ গ্রহণকারীর ব্যাংক হিসাব নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র, ব্যাংক স্টেটমেন্টের মূল কপি। নাবালক সন্তান থাকলে তার নামে খোলা ব্যাংক হিসাব নম্বর ও প্রত্যয়নপত্র (ব্যাংক স্টেটমেন্টসহ)।
৫. পরিবারের প্রত্যেক সদস্যের চেয়ারম্যান, কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ১ কপি ছবি এবং সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক ১ কপি সত্যায়িত রঙিন ছবি। এসব কাগজপত্রের নমুনা কপিও পাওয়া যাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে।
প্রবাসী কর্মী মারা গেলে বিদেশে নিয়োগকর্তা, সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নেয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এছাড়া প্রবাসী কর্মীর বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট ও ইন্স্যুরেন্স সুবিধা পাওনা থাকলে তা আদায় করে স্বজনকে তা পাওয়ার উদ্যোগও নিয়ে থাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এজন্য মৃত প্রবাসীর কর্মীর স্বজনকে ওপরের নিয়মে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যার নমুনা কপি ওয়েজ আর্নার্স কল্যাণবোর্ডে পাওয়া যায়।
বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের শ্রম উইংয়ের তালিকা দেখুনঃ
শ্রম উইং
List of Labor Welfare Wings & Officers in Bangladesh Missions Abroad
Sl no | Mission | Officer’s Name & Designation | Phone | ||
01. | Embassy of the people’s Republic of Bangladesh Abu Dhabi, UAE | Lt. Com. Mohammad Abdul Alim Miah Counsellor | +971-2-446-2745 (O) +971-5-081-9219 (M) | [email protected] | |
Most Lutfun Nahar Nazim First Secretary | [email protected] | ||||
02. | Consulate General of the People’s Republic of Bangladesh Dubai, UAE | Fatema Jahan Counsellor | +971-4269-0764 (O) 00971588303057 (M) | [email protected] | |
Fakhir Mohammad Monwar Hossain First Secretary | +971-042388202(O) +971-0589845717(M) | [email protected] | |||
03. | Embassy of the People’s Republic of Bangladesh Doha, Qatar | ||||
Dr. Muhammad Mustafizur Rahaman Counsellor | +974-4037-4725 (O) +974-5001-0428 (M) | [email protected] | |||
Tanmoy Islam First Secretary | +974-4467-1499(O)
| [email protected] | |||
04. | Embassy of the People’s Republic of Bangladesh Tripoli, Libya | Gazi Asaduzzaman Kabir Counsellor | +218-21- 490- 0619(O)
| [email protected] | |
Md. Alam Mostafa First Secretary | +218-21-4900-619 (O) +218-91699-4206 (M) | [email protected] | |||
05. | Embassy of the People’s Republic of Bangladesh Muscat Sultanate of Oman | Mohammad Humayun Kabir Counsellor | +968-2469-8440 (O) +968-9941-3132 (M) | [email protected] | |
Md Anwar Hossain Second Secretary | +968-2469-4798 (O) +968-9524-1859(M) | [email protected] | |||
06. | High Commission for the People’s Republic of Bangladesh Kuala Lumpur, Malaysia
| Mohammad Zahirul Islam Counsellor | +6-03-4021-2504(O) +6-0122903252(M) | [email protected] | |
Md. Hedaietul Islam Mondol First Secretary | +6-03-4021-2524(O) +6-0122941617(M) | [email protected] | |||
Farid Ahmed, Second Secretary | +6-03-4021-2525 (O) +6-0124313150 (M) | [email protected] | |||
07. | Embassy of the People’s Republic of Bangladesh Riyadh, KSA | Mohammad Ashaduz-zaman First Secretary | +966 11 419 3944 (O) +966-5379-79563(M) | [email protected] | |
Md. Shofiqul Islam Second Secretary | +966 -11 21-52 091 (O) +966-50349-3452 (M) |
| |||
08. | Consulate General of the People’s Republic of Bangladesh Jeddah, KSA | Md. Aminul Islam Counsellor | +966- 12689-6276 ex-131 +966 502 7646 27 (M) | [email protected] | |
Md.Arifuzzaman First Secretary | +966-1268-02048 ext-138 +966-5344-55716 (M) | [email protected] | |||
K M Salahuddin Second Secretary | +966-12633-5082 ext-136 +966-5093-60082 (M) | [email protected] | |||
09. | Embassy of the People’s Republic of Bangladesh Manama, Bahrain | Sheikh Mohammed Tauhidul Islam First Secretary | +973-1723-3925 (O) +973-3534-9944 (M)
| [email protected] | |
10. | High Commission for the People’s Republic of Bangladesh, Singapore | Md Ataur Rahman Counsellor | +6591895363 (M) +6566610298 (O) +6562551824 (Fax) | [email protected] | |
Ahmmed Hossain Bhuiyan First Secretary | +65-6255-1579 (O) 65- 9670-4080 (M) | [email protected] | |||
11.. | Embassy of the People’s Republic of Bangladesh Seoul, South Korea | Mis Mokima Begum First Secretary | +82-2-7969-010 (O) +82-10-9188-4056 (M) | [email protected] | |
12. | Embassy of the People’s Republic of Bangladesh Baghdad, Iraq | Muhammad Rezaul Kabir Counsellor | +964-47729004010 (M) | [email protected] | |
Abu Saleh Mohammad Imran Second Secretary | +964-780-928-8680 (O) +964-750-025-8750 (M) | [email protected] | |||
13. | Embassy of the People’s Republic of Bangladesh Rome, Italy | Md. Arfanul Haque First Secretary | +39 06- 8069-09 19 (O) +39 389- 475- 6902 (M) | [email protected] | |
14. | Consulate General of the People’s Republic of Bangladesh Milan, Italy | Sabbir Ahmed First Secretary | +39-02-8707-8545(O) +39 3331663142 (M) | [email protected] | |
15. | Embassy of the People’s Republic of Bangladesh Tokyo, Japan | Md. Zakir Hossain First Secretary | +81 3 3234 5801(ext-201) (O) +81 070 3202- 4400 (M) | [email protected]
| |
16. | Embassy of the People’s Republic of Bangladesh Amman, Jordan | Mohammad Moniruzzaman First Secretary | +962-655-29192(O)
| [email protected] | |
17. | High Commission of the People’s Republic of Bangladesh Bandar Seri Begawan Brunei Darussalam | Jillal Hossain First Secretary | +6732342460 (W) | [email protected] | |
18. | Embassy of the People’s Republic of Bangladesh Athens, Greece | Bishwagith Paul First Secretary | +30 210 675 812 (O) +30 694 936 1954 (m) | [email protected] | |
19. | High Commission for the People’s Republic of Bangladesh Canberra, Australia | Md. Salahuddin First Secretary | +61-2-6290-0511/711 (O) +61-4-7602-5032 (M) | [email protected] | |
20. | Embassy of the People’s Republic of Bangladesh Cairo, Egypt | Mohammed Ismail Hossain First Secretary | +2-02-3761-3178 (O) +2-01-0046-08715 (M)
| [email protected] | |
21. | Embassy of the People’s Republic of Bangladesh Madrid, Spain | Md. Mutasimul Islam First Secretary | +34-914-019-932 (O) +34-631-292-826 (M)
| [email protected]
| |
22. | Permanent Mission of Bangladesh to the UN Office and other International Organisations in Geneva, Geneva, Switzerland | Mohammed Kamrul Islam First Secretary | +41-22-9068020 (O) +41-779-933-287 (M) |
| |
23. | High Commission for the People’s Republic of Bangladesh Male, Maldives | Md. Sohel Parvez First Secretary
| +960- 3011-065 (O) +960-7615-168 (M)
| [email protected] | |
24.. | Embassy of the People’s Republic of Bangladesh Moscow Russian Federation | Mazedur Rahman Sarkar First Secretary | + 7 499 246 1850 (O) +7 968 44 34 951 (M)
| [email protected] | |
25. | Consulate General of the People’s Republic of Bangladesh Hong Kong, China | Mohammad Eqtidar Alam First Secretary
| +852 -28274738 (O) +852-57186739(M) | [email protected] | |
26.. | Embassy of the People’s Republic of Bangladesh Bangkok, Thailand | Md.Fahad Pervez Bosunia First Secretary | +66 2390-5064 (O) +66 9433-64661 (M) | [email protected] | |
27. | High Commission for the People’s Republic of Bangladesh Port Louis, Republic of Mauritius | Md. Ohidul Islam First Secretary
| +230-212-9527 (O) +230-5898-8871 (M) | [email protected] | |
28. | Embassy of the People’s Republic of Bangladesh Kuwait City, Kuwait. | Md.Abul Hossain Counsellor
| +965-2491-3220 (O) +965-5166-2480 (M) | [email protected] | |
29. | Embassy of the People’s Republic of Bangladesh Bairut, Lebanon | Abdullah al Mamun First Secretary
| +96171349597 (M) | [email protected] | |
30. | High Commission for the People’s Republic of Bangladesh Pretoria, South Africa |
ঢাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে সেবা দেয়ার জন্য ২০১৬ সাল থেকে ডিজিটাল হেল্প ডেস্ক চালু করেছে। এটি সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকে। হেল্প ডেস্কের নম্বরে ফোন করে প্রবাসী কর্মীর পরিবার সমস্যা ও সাহায্যের কথা জানাতে পারেন।
এগুলো লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট শাখা, মন্ত্রণালয়, অন্যান্য দফতর/সংস্থা ও বিদেশে অবস্থিত শ্রম উইংয়ে জানানো হয়। পরবর্তী সময়ে সেবা প্রার্থীকে এ বিষয়ে তথ্য দেওয়া হয়। হেল্প ডেস্কের নম্বর
আবেদন নিয়ে স্বজনরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যালয়ে যেতে পারেন।
ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা। যে কোনও অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য বোর্ডের উপ-পরিচালক জাহিদ আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মোবাইল নম্বরে ফোন করেও প্রতিকার চাইতে পারেন। বোর্ডের ওয়েবসাইটে গেলে তার নম্বর পাওয়া যাবে। এর বাইরেও বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করে প্রতিকার চাওয়ার ব্যবস্থা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
