কুয়েতে দুটি আলাদা মামলায় বিয়েবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার (ব্ল্যাকমেইল) অভিযোগে দোষী সাব্যস্ত দুই প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। প্রথম মামলায়, কুয়েতের ফৌজদারি আদালত এক নারী ও তার প্রবাসী প্রেমিককে বিয়েবহির্ভূত সম্পর্কের দায়ে দোষী সাব্যস্ত করে দু’জনকেই দুই বছরের কারাদণ্ড দেয়। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এমন সম্পর্ক আইনত নিষিদ্ধ। খবর গালফ নিউজের।
রায়ে আরও বলা হয়েছে, নাম এবং উৎস দেশের নাম প্রকাশ না করা ওই প্রবাসী কারাদণ্ড সাজা শেষে দেশে ফেরত পাঠানো হবে। মামলাটি সামনে আসে যখন ওই নারীর স্বামী তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে কর্তৃপক্ষ ওই নারী ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় আটক করে।
ব্ল্যাকমেইলের অপর মামলায় বহিষ্কারের নির্দেশ: একটি ভিন্ন মামলায় কুয়েতের সর্বোচ্চ আপিল আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’ এক প্রবাসীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগে দেয়া পূর্বের রায় বহাল রেখেছে।
অভিযুক্ত ব্যক্তি এক নারীর পুরোনো ব্যক্তিগত ছবি তার স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে চাঁদা দাবি করেছিলেন। কিন্তু ওই নারী চাঁদা দিতে অস্বীকার করলে তিনি হুমকি বাস্তবায়ন করে।
আদালত অভিযুক্তের আপিল খারিজ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে প্রথম দফায় আরোপিত জরিমানার রায় বহাল রেখেছে। একই সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দিয়েছে যাতে তিনি দেশের বিদেশি বসবাস সংক্রান্ত আইন প্রয়োগ করে অভিযুক্তকে বহিষ্কার করেন।
কুয়েতে কঠোর অভিবাসন আইন কার্যকর হচ্ছে: এই রায়গুলো এমন এক সময়ে এসেছে যখন কুয়েত নতুন আবাসন আইন কঠোরভাবে কার্যকর করছে। সেখানে আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি ও বড় অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছে।
নতুন আইনে নিয়মিত আবাসনের অনুমতি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত দেয়া যেতে পারে, তবে কুয়েতি নারীদের সন্তান ও যারা কুয়েতে সম্পত্তির মালিক, তারা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বসবাসের অনুমতি পেতে পারেন। বিনিয়োগকারীদের জন্য এই সময়সীমা সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত হতে পারে।
অস্থায়ী বা নিয়মিত আবাসনের আইন লঙ্ঘনের শাস্তি এক বছরের কারাদণ্ড এবং এক হাজার ২০০ কুয়েতি দিনার (প্রায় ৩ হাজার ৯০০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কুয়েতে অবস্থান করলে এক বছরের কারাদণ্ড ও দুই হাজার কুয়েতি দিনার (প্রায় সাড়ে ৬ হাজার ডলার) পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
৪৭ লাখ জনসংখ্যার দেশ কুয়েতে বেশিরভাগই প্রবাসী। দেশটি অভিবাসনবিষয়ক আইন কঠোরভাবে প্রয়োগ করে জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
