প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। এর আগে তিনি একাধিকবার দেশটিতে সফর করলেও এবার তার এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা দিয়েছে।
প্রবাসীদের মতে, এ সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিশেষ করে ভিসা জটিলতা নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা আশা করছেন, ড. ইউনূস আমিরাতের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন।
দুবাইয়ের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আজিম তালুকদার বলেন, “সরকার প্রধান হিসেবে ড. ইউনূসের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, তিনি প্রবাসী শ্রমিকদের ভিসা সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন এবং কার্যকর সমাধান আনতে ভূমিকা রাখবেন।”
শারজাহ প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক শাহাদাত হোসেন মনে করেন, আমিরাতে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা থাকলেও ভিসা জটিলতার কারণে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “যদি শ্রমিক ভিসার সমস্যা সমাধান হয়, তাহলে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি এখানে কাজের সুযোগ পাবে, যা রেমিট্যান্স প্রবাহ বাড়াবে।”
এর আগে, গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সময় দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম ড. ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং তাকে আমিরাত সফরের আমন্ত্রণ জানান।
প্রবাসীরা আশাবাদী, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মসংস্থান, বাণিজ্যিক সম্পর্ক এবং রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
