মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস সমাগত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ আশপাশের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এবং অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক পর্ষদের প্রধান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হতে পারে।
সেই অনুযায়ী, ১ মার্চ শনিবার থেকেই পবিত্র রমজান মাসের সূচনা হতে পারে। তবে চাঁদ একদিন আগে দেখা গেলে ২৮ ফেব্রুয়ারি থেকেই রোজা রাখা শুরু হতে পারে।
হিজরি ক্যালেন্ডার অনুসারে, চাঁদের অবস্থানের ওপর নির্ভর করেই প্রতিটি মাসের হিসাব নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ার ভিত্তিতে আবুধাবির অ্যাস্ট্রোনমি সেন্টার ইতোমধ্যে ২৯ জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে, ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শাবান মাস শুরু হয়েছে। সেই হিসাবে, রমজান মাসের শুরুর সম্ভাব্য তারিখ ২৮ ফেব্রুয়ারি বা ১ মার্চ ধরা হচ্ছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, লেবানন, মিসর, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি দেশেও একই সময়ে রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম বিশ্ব ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইবাদত-বন্দেগি, রোজা পালন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য মুসলমানরা অধীর আগ্রহে এই মহিমান্বিত মাসের অপেক্ষায় রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
