বাংলাদেশ ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আসন্ন সপ্তাহে মাসকাটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে কর্মী ভিসা এবং অবৈধ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ১৬ ও ১৭ই ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিতব্য অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য ওমান সফর করবেন, এবং এই সম্মেলনের পাশেই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের ধারণা, কর্মী ভিসা এবং অবৈধ প্রবাসীদের স্বার্থের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এই উচ্চ পর্যায়ের আলোচনা বাংলাদেশ ও ওমানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই বৈঠকের ফলাফল উভয় দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
