যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। মাঝারী আকারের একটি বিজনেস বিমান রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে পার্কিং করে রাখা আরেকটি বিমানের ওপর আছড়ে পড়লে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে জানান, দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
NOW: Reports of a Plane Crash at the Arizona The Scottsdale Airport, runway is closed after an apparent plane collision. pic.twitter.com/YeGaX9lvNn
— Oliya Scootercaster 🛴 (@ScooterCasterNY) February 10, 2025
তিনি বিমানের ভিতরে আটকা পড়েছিলেন এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তারা আরও জানায়, লিয়ারজেড ৩৫এ মডেলের বিমানটি রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আছড়ে পড়ে।
এই দুর্ঘটনা এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রে বিমান নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে।
এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ, যাতে ৬৭ জন নিহত হন। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আলাস্কায় বিমান দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়েছেন।
এই সর্বশেষ দুর্ঘটনাটি যুক্তরাষ্ট্রের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এর কারণ জানা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
