মধ্যপ্রাচ্যের দেশ কাতার সরকার অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, যেসব প্রবাসীর ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও তারা কাতারে অবস্থান করছেন, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অবৈধ অভিবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন।
এই সাধারণ ক্ষমার সুযোগ ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী তিন মাস পর্যন্ত বলবৎ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফিরে যেতে পারবেন।
সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন বাদে) কাতারের ‘সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্ট’-এ যোগাযোগ করতে পারবেন।
এই উদ্যোগ অবৈধ অভিবাসীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে, যা তাদের আইনি জটিলতা ছাড়াই দেশে ফিরে যাওয়ার পথ সুগম করবে।
কাতার সরকারের এই মানবিক পদক্ষেপ প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং এটি দেশটির মানবাধিকার ও অভিবাসন নীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
