যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১০ জন নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে বেরিং এয়ারের সেসনা ক্যাটাগরির বিমানটি উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশে উড্ডয়ন করে। তবে যাত্রা শুরুর ৪৫ মিনিট পর থেকেই সেটির রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মার্কিন কোস্টগার্ডের আলাস্কা শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল জানিয়েছেন, বিকেল ৩টা ১৮ মিনিটে সর্বশেষ বিমানটি থেকে সংকেত আসে। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে গুরুতর ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
পরে, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা গেলেও, বাকি সাতজনের মরদেহ উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। এক শোকবার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং প্রার্থনা করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে একটি সামরিক ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছিল। পরপর দুটি বড় বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
