ওমানের দুকুম এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এক প্রবাসীকে এই অভিযোগে গ্রেপ্তার করেছে।
এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, দোকানের মালিক যখন ক্রেতার অপেক্ষায় বসে ছিলেন, তখন একজন কালো হুডি পরা ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে দোকানে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি অগ্নি নির্বাপক যন্ত্রের মতো দেখতে একটি স্প্রে গান থেকে গ্যাস ছিটাতে শুরু করেন।
قيادة شرطة محافظة الوسطى تلقي القبض على شخص من جنسية آسيوية لمحاولته سرقة أحد محال بيع الذهب في ولاية الدقم، وتستكمل الإجراءات القانونية.#شرطة_عمان_السلطانية pic.twitter.com/nNFNmSDfvv
— شرطة عُمان السلطانية (@RoyalOmanPolice) February 5, 2025
দোকানদার প্রথমে ঘাবড়ে গেলেও পরে দ্রুত নিজেকে সামলে নেন এবং সাহসিকতার সাথে প্রতিরোধ করেন। তার এই প্রতিরোধের মুখে প্রবাসী ছিনতাইকারী পিছু হটতে বাধ্য হয় এবং দোকান থেকে পালিয়ে যায়।
এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ডাকাতির চেষ্টার নিন্দা জানিয়েছেন। একই সাথে দোকানদারের সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজার ছলে অভিযুক্ত প্রবাসীকে “ভীতু” ও “অপেশাদার ডাকাত” বলেও মন্তব্য করেছেন।
এই ঘটনাটি ওমানের স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
