কুয়েত সরকার শিশু সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, ১০ বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সংশ্লিষ্ট অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ৬ মাস কারাবাস এবং ৫০০ দিনার (প্রায় ১,৬৫০ মার্কিন ডলার) জরিমানা গুণতে হবে। এই আইন লঙ্ঘনকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং কঠোরভাবে প্রয়োগ করা হবে।
কুয়েতের সেনা কর্মকর্তা ও ইউনাইটেড গালফ ট্রাফিক উইক ২০২৫ কমিটির প্রধান মোহাম্মদ আল সুবহান গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন থেকে পার্ক করা গাড়িতে ১০ বছরের কম বয়সী শিশুদের একা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এটি শুধু অপরাধই নয়, শিশু সুরক্ষার প্রতি গুরুতর অবহেলা।”
এই আইনের প্রয়োগ তদারকিতে কুয়েতের ট্রাফিক পুলিশকে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এ লক্ষ্যে সরকার ‘সাহেল’ নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে।
এই অ্যাপের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের অপরাধ ও শাস্তির বিষয়ে অবহিত করা হবে। এছাড়াও, অ্যাপটি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে দ্রুত সাড়া দিতে এবং অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে।
এই আইন প্রণয়নের পেছনে মূল উদ্দেশ্য হলো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। গাড়িতে একা থাকা শিশুদের নিয়ে দুর্ঘটনা, স্বাস্থ্যঝুঁকি এবং মানসিক আঘাতের মতো ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে শিশু সুরক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন।
কুয়েতের এই নতুন আইন শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং আশা করা হচ্ছে, এটি অন্যান্য দেশের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
