নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এই পদে তিনি সিনিয়র সচিবের মর্যাদা লাভ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মনির হায়দার নিজেই।
মনির হায়দার গণমাধ্যমকে জানান, বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন এবং ইতোমধ্যে নিয়োগের চিঠি পেয়েছেন। শিগগিরই দেশে ফিরে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
সাংবাদিকতা জগতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মনির হায়দার একুশে টিভি, দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক ও মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি একজন সুপরিচিত নাগরিক অধিকার কর্মী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও পরিচিত।
বিশেষ সহকারী হিসেবে মনির হায়দার প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ ও যোগাযোগ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
