সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১১ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযানে দুই যাত্রীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পরও সন্দেহের ভিত্তিতে এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা দুই যাত্রীকে বিমানবন্দরের পার্কিং এলাকায় আটক করেন।
পরবর্তীতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি ওজনের স্বর্ণের একটি চালান উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বর্ণের চূড়ান্ত পরিমাণ নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
