রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত তামান্না জেরিনকে বিদেশে পলায়নের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপাল পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তামান্না জেরিনের বিরুদ্ধে বনানী থানায় মানবপাচারের মামলা রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বাংলাদেশ থেকে লোক পাঠিয়ে তাদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠাতেন।
মানবপাচারের শিকার ব্যক্তিদের একজন নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির। দালালদের মাধ্যমে জমি ও স্বর্ণালংকার বিক্রি করে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে তিনি ও তার দুলাভাই রহমত আলী রাশিয়ায় পাড়ি জমান। কিন্তু চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়।
গত ২৩ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন কবির গুরুতর আহত হন এবং ২৬ জানুয়ারি তার মৃত্যুর খবর আসে। অন্যদিকে, রহমত আলী দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ৩০ ডিসেম্বর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে একটি এজেন্সির মাধ্যমে তারা রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক যুদ্ধে নামানো হয়।
এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ালে মানবপাচারকারী চক্রের মূলহোতা তামান্না জেরিন ধরা পড়েন। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে মানবপাচার নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সূত্র উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিআইডি জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
