সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ড. আসিফ নজরুল। সেখানে তিনি জানান, রিয়াদে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। এছাড়া, ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
ড. আসিফ নজরুল জানান, সৌদি সরকার আকামাবিহীন বাংলাদেশি শ্রমিকদের চাকরিদাতাদের আরও কঠোরভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, শ্রমিকদের চাকরির চুক্তিপত্র আগেভাগে বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে। এছাড়া, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই সম্পন্ন করার ব্যাপারেও আলোচনা হয়েছে।
ড. আসিফ নজরুল আরও বলেন, এই প্রতিশ্রুতিগুলো এখনো বাস্তবায়নের পর্যায়ে নেই, তবে তিনি এগুলোর অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত ফলো-আপ করবেন। এছাড়া, প্রবাসী শ্রমিকদের বিমান ভাড়ার বিষয়ে কিছু অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। দূতাবাসের নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
এই সফরের অংশ হিসেবে, ড. আসিফ নজরুল সৌদি আরবের প্রায় ২০টি বড় চাকরিদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করবেন।
এই সফরের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের কল্যাণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
