পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে মূল ভিত্তি ধরা হবে। যদি এই দুটি নথি সঠিক থাকে, তবে পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকবে না।
উপদেষ্টা পরিষদের আলোচনায় এ সিদ্ধান্তের ব্যাপারে সম্মতি আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সভায় এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং পরবর্তীতে আরও একটি সভা অনুষ্ঠিত হবে। অধিকাংশ প্রতিনিধি পাসপোর্ট ইস্যু ও নবায়নে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিলের পক্ষে মত দিয়েছেন।
এছাড়া, সভায় পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনা অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এ-সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।
সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সিদ্ধান্ত কার্যকর হলে পাসপোর্ট পেতে আগের তুলনায় সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
