ঢাকার সাভারে রাজফুলবাড়িয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ টাকা ও গহনা লুটপাট করার ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদ আলী স্কুলের বিপরীতে প্রবাসী এমদাদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, তিনতলা বাড়ির দ্বিতীয় তলার গ্রীল কেটে রাত ৩টার সময় ৭ জন ডাকাত এমদাদুল হকের স্ত্রী, কন্যা ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে। এবং সকলের হাত বেধে একটি কক্ষে আটককে রেখে নগদ ৮ লাখ টাকা এবং ৫ ভরি গহনা লুট করে। এসময় প্রায় ১ ঘন্টা বাড়ির ৪টি কক্ষ তছনছ করে ডাকাতরা। যাওয়ার সময় তাদের মোবাইল ফোন গুলি ফেরত দিয়ে যায়।
এমদাদুল হকের স্ত্রী রোমানা আফরোজ বলেন, রাত আনুমানিক ৩টার সময় ৭ জন ডাকাত তার বাড়ির দুইতলার গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে তার দুই সন্তানসহ তাকে অস্ত্রের মুখে হাত বেধে মারধর করে।
সাভার মডেল থানার পরিদর্শক জুয়েল মিয়া বলেন, রাতের বেলার ঘটনা শুনেছি এটা চুরির ঘটনা। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
