ঢাকার থাই দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, তিনটি বিশেষ ক্যাটাগরিতে ভিসা আবেদনকারীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে চিকিৎসা, আন্তর্জাতিক সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ব্যবস্থা।
জীবন রক্ষাকারী চিকিৎসা যেমন কেমোথেরাপি, বড় অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা বা জটিল গর্ভাবস্থার ক্ষেত্রে থাইল্যান্ডে ভ্রমণকারী রোগীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ
ধরনের রোগীদের থাইল্যান্ডের হাসপাতাল বা বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট হাসপাতালের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিটি রোগী একজন অ্যাটেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন এবং অতিরিক্ত অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে আবেদন করতে হবে।
ব্যাংককে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন, সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।
অংশগ্রহণকারীদের নাম ও যোগাযোগের তথ্য থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য আয়োজক সংস্থাকে অনুরোধ করা হয়েছে। এছাড়া, অংশগ্রহণকারীরা সরাসরি দূতাবাসে ই-মেইল করে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন।
থাইল্যান্ডে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের জন্যও ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা বা থাইল্যান্ডের ক্রীড়া কর্তৃপক্ষের মাধ্যমে অংশগ্রহণকারীদের নাম ও যোগাযোগের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এছাড়া, প্রতিযোগিতার বিষয়ে আগাম তথ্য দিয়ে দূতাবাসে ই-মেইল করা যাবে।
থাই দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে আবেদন ও অর্থপ্রদান ব্যবস্থা আপগ্রেড করার কাজ করছে। ভিসা প্রক্রিয়াকরণে কমপক্ষে ১০ কার্যদিবস সময় লাগে বলে আবেদনকারীদের দ্রুত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা উপলক্ষে ঢাকার থাই দূতাবাস বন্ধ থাকবে।
থাইল্যান্ডের এই উদ্যোগ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
