বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও মানবসম্পদ সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার অনুরোধ জানান বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
এ বিষয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি আশ্বাস দিয়েছেন যে, তিনি বিষয়টি বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার নজরে আনবেন এবং ইতিবাচক সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
এই আলোচনায় দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশেষ করে, বাহরাইনে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই বৈঠক দু’দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
