ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুরে দুই প্রবাসী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। চুরির ঘটনা ঘটেছে প্রবাস ফেরত হারুন মুন্সি এবং প্রতিবেশি ইদ্রিস মুন্সির বাড়িতে।
চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে নগদ টাকাসহ স্বার্ণালংকার। স্থানীয় ও এলাকাবাসী জানায়, সকালে জানতে পারি দুই বাড়িতে চুরি হয়েছে পরে এসে দেখি ঘরের ভেতর সব কিছু এলো অবস্থায় রয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
ইদ্রিস মুন্সি বলেন, রাতের খাবার খেয়ে অচেতন অবস্থায় সবাই ঘুমিয়ে ছিলাম সকালে উঠে দেখি ঘরের মধ্যে সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে পরে দেখি আলমারীতে রাখা নগদ ৭৫ লক্ষ টাকা এবং স্বর্ণ ৪ ভরি চুরি হয়েছে।আরেক প্রতিবেশি হারুন মুন্সি বলেন, আমি অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি ছিলাম সকালে জানাতে পারি আমার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে আলমারিতে প্রায় ১৫ ভরি স্বর্ণ ছিলো।সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাস ফেরত হারুন মুন্সির ঘরে তালা ভেঙ্গে এবং অপরজনের নির্মাধীন ঘরে রশি দিয়ে ঢুকে চুরির ঘটনা ঘটে।
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান বাশারুল আলম বাদশা বলেন, সকালে জানতে পারি চুরির ঘটনা ঘটেছে জানতে পরে ঘটনাস্থলে আসি এসে দেখি নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে প্রশাসন এসেছে ঘটনা যেই করে থাকুক না কেন তাকে শাস্তি পেতে হবে। ফরিদপুর কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর পিযুষ কান্তি হালদার বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
