কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্যুরিস্ট বা অন্য কোনো ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে প্রতারণা করছে একটি চক্র।
মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন আরও জানায়, বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়ার সরকারের নারী কর্মী পাঠানো নিয়ে কোনো চুক্তি হয়নি।
কিছু প্রতারক চক্র নারীদের বিভিন্নভাবে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং ট্যুরিস্ট বা অন্য ভিসায় মালয়েশিয়ায় নিয়ে গিয়ে তাদের প্রতারিত করে।
এ ধরনের কর্মকাণ্ডে অনেক নারী কর্মী আর্থিকভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সাথে মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তাই, মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়া না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
