বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের মধ্যে।
স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দু’দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও মানবসম্পদ সংক্রান্ত সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশি নাগরিকদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ধরনের ভিসা চালু করার অনুরোধ জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স।
চার্জ দ্য অ্যাফেয়ার্সের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বিষয়টি তিনি প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার নজরে আনবেন এবং এর ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন।
বৈঠকের শুরুতে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তা গ্রহণ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। এই বার্তায় বাহরাইনের জাতীয় দিবস, রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তি এবং বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করা হয়।
এছাড়া, দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদানের প্রশংসা করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের ফাইনাল ম্যাচ প্রদর্শন এবং বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বৈঠক শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
