মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাম্প্রতিক সময়ে পূর্বের তুলনায় সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও মৃতের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। বৃহস্পতিবার (৫-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত হয়েছে ২৯৬ জন এবং মারা গেছেন ১৭ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৩ জন এবং মৃত বেড়েছে ৫ জন। চলতি সপ্তাহে আক্রান্ত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। যা দেশটির জনসংখ্যা অনুপাতে মৃতের হার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তবে গত সপ্তাহের তুলনায় সুস্থতার সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একইসাথে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩৩ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ১৮৯ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৪০১ জন।
আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ১০৩৯ জন। গতকালের তুলনায় আজ সুস্থতার সূচক পয়েন্ট ২ শতাংশ বেড়ে বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৪.৯ শতাংশে। গতকালের তুলনায় আজ সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে ২৪২ জন। আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৫ জন এবং গোটা ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৩৩ জন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে করোনার জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশের সময় তিনি এই তথ্য জানান।
চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত সারাদেশব্যাপী রোগীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাচার্য নিজেই।
গবেষণায় দেখা গেছে, কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি রয়েছে যেমন- ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস তাদের মৃত্যুর সংখ্যা বেশি। পাশাপাশি ষাটোর্ধ বয়সের রোগীদের দ্বিতীয়বার সংক্রমণ হলে সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেশি পরিলক্ষিত হয়েছে। যদিও এ গবেষণায় টিকার কার্যকারিতার বিষয়টি চলমান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
