ওমান সরকার ভিসার অপব্যবহার রোধে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সাফদার বোখারি এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বোখারি জানান, অনেক পাকিস্তানি নাগরিক ভিজিট ভিসায় ওমানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন বা কাজ করছেন। এর ফলে ওমানের শ্রমবাজারে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।
এসব অনিয়ম ঠেকাতে ওমান সরকার এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই সমস্যার সমাধানে পাকিস্তান দূতাবাস ওমান সরকারের সঙ্গে কাজ করছে।
এর আগে ওমান সরকার বাংলাদেশিদের জন্যও সব ধরনের ভিসায় বিধিনিষেধ আরোপ করেছিল। বর্তমানে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। ভারত ও পাকিস্তানিদের জন্যও ভিসার সুবিধা সীমিত রাখার বিষয়টি আলোচনায় ছিল। তবে এই বিষয়ে এই প্রথম পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এল।
ওমান সরকারের এই সিদ্ধান্তে দেশটির শ্রমবাজারে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে রাষ্ট্রদূতের মতে, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
