দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এয়ার বুসানের একটি বিমানে আগুন লাগার পর দ্রুত যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিমানটি হংকংগামী ছিল। তবে উড্ডয়নের আগেই লেজের অংশে আগুন ধরে যায়।
বুসান দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ১৬৯ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। যদিও কয়েকজন আহত হয়েছেন, তবে প্রাণহানির ঘটনা ঘটেনি।
🚨 EMERGENCY at Gimhae Airport: Air Busan Plane Catches Fire! 🔥✈️
Ahn Cheol-whee launches a probe into the shocking incident where an Air Busan A321-200 (HL7763) erupted in flames before takeoff.
🚨 All 176 on board evacuated safely!
169 passengers
7 crew members— know the Unknown (@imurpartha) January 28, 2025
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিমানটিকে ঘিরে রাখেন।
এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে দক্ষিণ কোরিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ও তদন্ত সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরেই দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়েছিল, যা এখনো দেশের জনগণের মনে দগদগে ক্ষত হিসেবে রয়ে গেছে। তার মধ্যে নতুন এই অগ্নিকাণ্ডের ঘটনা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
